জ্বালানির মূল্যবৃদ্ধি: প্রতিবাদ মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে করা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্যামলীতে শিশুমেলার সামনে এ ঘটনা ঘটে। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গাড়িটি শেরেবাংলা নগর থানার নয়।’ গাড়িটি পুলিশের হলেও কোন থানার প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, এর সঙ্গে কারা জড়িত এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

কেন হঠাৎ পুলিশের গাড়ির উপর হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে বলেও জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।