আইডিইবির সঙ্গে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির মতবিনিময়

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগস্ট) আইডিইবি’র সিইসি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। আইডিইবির জনসংযোগ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী।

মতবিনিময় সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও আইডিইবির সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব ও কবির হোসেন, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান কবির, সহযোগী সদস্য শামসুজ্জামান খান এবং নিগার বানু উপস্থিত ছিলেন।

সম্প্রতি ডিআরইউ ভবন ও বিভিন্ন স্থাপনার নিরাপত্তার জন্য ১৬টি সার্ভিলেন্স ক্যামেরা স্থাপনে সহায়তা করে আইডিইবি। এজন্য ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আইডিইবি নেতাদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতেও ডিআরইউ’র বিভিন্ন কার্যক্রমে তাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।