ঘাতক ট্যাংকের পথে আলোর মিছিল

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে যে পথ দিয়ে ঘাতকের ট্যাংক গিয়েছিল সে পথে মশাল নিয়ে আলোর মিছিল করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

রবিবার (১৪ আগস্ট) রাতে জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিন বিকালে সংসদ ভবনের সামনে মানিক মিঞা এভিনিউর পূর্বপাশে বঙ্গবন্ধু স্কয়ার সংলগ্ন টিএন্ডটি মাঠের কাছ থেকে মুক্তিযোদ্ধার সন্তানরা ৪৭টি মশাল নিয়ে আলোর মিছিল শুরু করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় সবাইকে শপথবাক্য পাঠ করান সংগঠনটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন।297064210_1144290236153142_4015235710214643053_n

মিছিলে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান খান, মৃণাল কান্তি দাস, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের এ বি এম সুলতান উদ্দিন আহমদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের রাশেদুজ্জামান শাহীন প্রমুখ।