ইয়াবাসহ বিমানবন্দরে সৌদিগামী যাত্রী আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীকে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা রবিবার (১৪ আগস্ট) রাতে আব্দুল আজিজ নামে ওই যাত্রীকে আটক করে।

জানা গেছে, রবিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রো  ডি-তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৩৯) ফ্লাইটে চেক-ইন করছিলেন যাত্রী আব্দুল আজিজ। নিরাপত্তা স্ক্যানিং চলাকালীন স্ক্যানিং মেশিনে কর্তব্যরত এভসেক সদস্যরা একটি ব্যাগের মধ্যে ইয়াবাসদৃশ বস্তু দেখতে পান।

পরে তল্লাশি করে ব্যাগের মধ্যে সুকৌশলে ‘স্কচ টেপ’ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০টি প্যাকেটে ৬ হাজার মাদক ইয়াবা ট্যাবলেট শনাক্ত করে। এ সময় আব্দুল আজিজের মোবাইল ফোন ও ব্যাগ জব্দ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইয়াবা বলে নিশ্চিত করার পর, ইয়াবা ট্যাবলেট ও উল্লিখিত মালামালসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধির কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।