এখনও স্মৃতিতে বাবা-মাকে খুঁজে বেড়ান তাপস

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে গেলেও এখনও স্মৃতিতে বাবা-মাকে খুঁজে বেড়ান বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ১৫ আগস্টের স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে হত্যা করা হয় তাঁর ভাগিনা শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী আরজু মণিকে।

শেখ ফজলুল হক মণি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বাবা।

১৯৭৫ সালের ১৪ আগস্ট রাতের স্মৃতিচারণ করে মেয়র তাপস বলেন, ‘একটি শিশু তার পিতামাতার সঙ্গে ঘুমিয়ে ছিল। আমরা দুই ভাই মাকে আলিঙ্গন করে ঘুমিয়েছিলাম। দিনটি আমাদের কাছে সবচেয়ে মধুর ও স্নেহপূর্ণ ছিল। কিন্তু যখন ঘুমাতে গিয়েছি, মা যখন তার সেই ঘুমপাড়ানি গানটি গেয়ে ঘুম পড়িয়েছেন, তখন আমরা কেউ জানতাম না, মায়ের সেই ঘুমপাড়ানি গানটি হবে শেষ গান।’

তিনি আরও বলেন, ‘গুলির আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে। স্বাভাবিকভাবে আমাদের ঘুম ভাঙেনি। গুলির আওয়াজে আর্তনাদ ও চিৎকারে আমাদের ঘুম ভেঙেছে। অবুঝ শিশু এই গুলির আওয়াজ, এই আর্তনাদ কিছুই উপলব্ধি করতে পারেনি। তাণ্ডব হচ্ছে। শুধু খুঁজছে বাবা-মাকে। কিন্তু আজ এই ৪৭ বছরেও তাদের খুঁজে পাওয়া যায়নি।’

তাপস বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে সবচেয়ে ঘৃণিত হত্যাকাণ্ড।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।