উত্তরায় ক্রেন দুর্ঘটনা প্রসঙ্গ হাইকোর্টে, রিট দায়েরের পরামর্শ

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা পাঁচ জনের মৃত্যুর ঘটনার প্রসঙ্গটি হাইকোর্টের নজরে আনা হয়েছে। এ বিষয়টি রিট আকারে দায়েরের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

ওই ঘটনায় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে জসীমউদ্দীনের ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে গার্ডারটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে পাঁচ জন নিহত ও দুই জন আহত হন।

নিহতরা হলেন- রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়ামনি নামের নবদম্পতি। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

আরও পড়ুন:

উত্তরায় গার্ডার দুর্ঘটনা: মা হারিয়েছেন নববধূ, বাবা হারালেন বর