উইন্ডশিল্ডে ফাটল: ঢাকায় ফিরে এলো দোহাগামী বিমানের ফ্লাইট

ঠিকঠাক মতোই ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনের ফ্লাইট ছেড়ে যায়। তবে ভারতের আকাশ থেকে ফিরে আসতে হয় উইন্ডশিল্ডে ক্র্যাক (ফাটল) হওয়ার কারণে। পাইলট কোনও ঝুঁকি না নিয়ে ২৭২ জন যাত্রীসহ উড়োজাহাজ নিয়ে ঢাকায় ফিরে আসেন। পরে অন্য আরেকটি উড়োজাহাজে যাত্রীদের দোহায় নিয়ে যাওয়া হয়। সোমবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।।

জানা গেছে, বিজি ৩২৫ ফ্লাইটটি ২৭২ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এই ফ্লাইটে বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আকাশবীণা ভারতের দিল্লির আকাশসীমায় গেলে উইন্ডশিল্ডে ক্র্যাক (ফাটল) দেখা দেয়। পাইলট কোনও ঝুঁকি না নিয়ে ২৭২ জন যাত্রীসহ উড়োজাহাজ নিয়ে ঢাকায় ফিরে আসেন। পরে রাত ১১টা ২৩ মিনিট অন্য একটি উড়োজাহাজে যাত্রীরা দোহার উদ্দেশে যাত্রা করেন। জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আকাশবীণার (এস২ এজেএস) উইন্ডশিল্ডে মেরামত করা হচ্ছে বিমানের হ্যাঙ্গারে।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে উইন্ডশিল্ডে ক্র্যাক (ফাটল) হয়ে মালয়েশিয়ায় গ্রাউন্ডেড হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ -৮০০ উড়োজাহাজ।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান সবসময় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে। এজন্য ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীদের অন্য উড়োজাহাজে গন্তব্যে পৌঁছানো হয়।