যানজটে জি এম কাদের, ছিনতাইকারী কেড়ে নিলো আইফোন

গাড়ির গ্লাস খোলা থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যবহৃত আইফোন ছোঁ মেরে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় মামলার পর সন্দেহজনক একজনকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। তবে এখন পর্যন্ত মোবাইলটি উদ্ধার করা যায়নি।

মোবাইলটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন।

গত ৩১ আগস্ট রাতে উত্তরায় বাসায় যাওয়ার পথে বিমানবন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত আসলাম উদ্দিন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তার ব্যক্তিগত সহকারী তৈয়ব আলী একটি মামলা করেছেন। অভিযান চালিয়ে আমরা একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

মোবাইলটি বন্ধ রয়েছে উল্লেখ করে পরিদর্শক বলেন, ‘সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক নেতা জানান, দৈনন্দিন কাজ শেষে ৩১ আগস্ট উত্তরায় বাসায় ফিরছিলেন জি এম কাদের। বিমানবন্দর এলাকায় কিছুটা জ্যাম থাকায় এবং গাড়ির এসি কাজ না করায় গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় ছোঁ মেরে এক ছিনতাইকারী তার মোবাইলটি নিয়ে যায়।

প্রসঙ্গত, এর আগেও গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে যায় এক ছিনতাইকারী। গত বছরে ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড়ে এ ঘটনা ঘটে। পরে প্রায় দুই মাস পর তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।