ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ৮

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লেগুনার চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও আট যাত্রী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাজিব (৩১)। 

ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাঁশেরপুল নতুন রাস্তার উপরে যাত্রাবাড়ীমুখী ছিল আসিয়ান পরিবহনের যাত্রীবাহী বাসটি, আর লেগুনাটি ছিল ডেমরামুখী। যান দুটির মুখোমুখি সংর্ঘষ হয়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় লেগুনার চালকসহ যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে লেগুনা চালককে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

এসআই মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাস ও লেগুনাটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। 

আহতরা হচ্ছেন, মো. হৃদয় হোসেন (২২), আব্দুল বাতেন (৪৫), বাসার (৪০), শান্ত (১৯), আব্দুল গনি (৪৫), মো. হাসান (৪০) ও সাগর (১৮)। অপর একজনের নাম জানা যায়নি। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা মেডিক্যালে গিয়ে তিন জনকে চিকিৎসাধীন অবস্থায় পেয়েছি। বাকিরা হয়তো প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

নিহত লেগুনা চালক রাজিব দক্ষিণ যাত্রাবাড়ী (৫১/২) ফরিদাবাদ মমতাজ উদ্দিন এর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।