বে-টার্মিনাল ও স্থলবন্দর প্রকল্প নিয়ে নৌ মন্ত্রণালয়-বিশ্বব্যাংক বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরে ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট, বে-টার্মিনাল ও স্থলবন্দর প্রকল্প নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিশ্বব‍্যাংকের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বিশ্বব‍্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের (অবকাঠামো) নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠক করে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এর আগে প্রকল্পের ঋণ অনুমোদনের আগে অগ্রগতি খতিয়ে দেখতে আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

গত ৪ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট হুয়া তানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে পাঁচ দিন অবস্থান করে বন্দর পরিস্থিতি পরিদর্শন করে।