ডা. শাকির বিন ওয়ালী কারাগারে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘সক্রিয় সদস্য’ চিকিৎসক শাকির বিন ওয়ালীকে (২৮) দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক এসএম মিজানুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরার হাজীপাড়া থেকে চিকিৎসক শাকির বিন ওয়ালীকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সংস্থাটি বলছে, সম্প্রতি ‘হিজরতের উদ্দেশ্যে’ বাসা থেকে বের হওয়া কুমিল্লার সাত তরুণ নিখোঁজ হওয়ার পেছনে এই চিকিৎসক জড়িত।

পরে গত ২০ সেপ্টেম্বর দুই দিনের এবং ১৪ সেপ্টেম্বর পাঁচ দিনের শাকিরের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গোয়েন্দারা জানান, শাকির বিন ওয়ালী কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি এফসিপিএস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান তার বাবা। শাকির বিন ওয়ালী ছাত্রজীবনে রেটিনা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ওই কোচিং সেন্টারে পড়াতেন। তার বাবা এ কে এম ওয়ালী উল্লাহ ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিফ) সহসভাপতি।

আরও পড়ুন:

যাদের ইন্ধনে কুমিল্লার সাত তরুণ ‘নিখোঁজ’ 

ডা. শাকির নির্দোষ, দাবি পরিবারের