X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

যাদের ইন্ধনে কুমিল্লার সাত তরুণ ‘নিখোঁজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪২

‘হিজরতের উদ্দেশ্যে’ বাসা থেকে বের হওয়া কুমিল্লার নিখোঁজ সাত তরুণকে সিআইডি পরিচয়ে রামপুরার বাসা থেকে তুলে নেওয়ার পেছনে শাকির বিন ওয়ালি (২৮) নামে এক চিকিৎসক জড়িত। আর তার সঙ্গে আববারুল হক (১৮) নামে এক তরুণও রয়েছে। এই দুই জনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মগবাজার থেকে আববারুল হককে (১৮) গ্রেফতার করা হয়। একই দিন রামপুরার হাজিপাড়া থেকে ডা. শাকির বিন ওয়ালিকে (২৮) গ্রেফতার করা হয়। সেদিনই জঙ্গি সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রামপুরা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান।

কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, আবরারুল হক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। কুমিল্লা থেকে তার বেশ কয়েকজন সহযোগী তথাকথিত জিহাদের লক্ষ্যে সম্প্রতি হিজরতের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। সেও হিজরতের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। বিভিন্ন স্থানে মিটিং ও পূর্ব হাজি পাড়ায় অবস্থান করে অনলাইনে উগ্রবাদী বক্তব্য ধর্মীয় অপব্যাখ্যা পিডিএফ সরবরাহ করে যুবকদের মোটিভেটেড করে দেশের বিভিন্ন স্থান থেকে সদস্য সংগ্রহ এবং তাদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতো। 

আবরারুলের তথ্যের ভিত্তিতেই ডা. শাকির বিন ওয়ালিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সেও আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন যুবক তার বক্তব্যে উদ্ভূত হয়ে তথাকথিত হিজরতের উদ্দেশ্যে নিখোঁজ রয়েছে। এছাড়া তার বাবাও বিভিন্ন সময়ে জঙ্গি কর্মকাণ্ডের বিষয়ে অর্থায়ন করেছে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান বলেন, কুমিল্লা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হওয়া সাত তরুণের সঙ্গে ডা. শাকির বিন ওয়ালির যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তার প্ররোচণায় উদ্বুদ্ধ হয়ে সাত যুবক আনসার আল ইসলামের দলে যোগ দেয়। ডা. শাকির তার স্ত্রীকেও উগ্রবাদী কাজের সহায়তা এবং অর্থায়নে সহযোগিতা করে আসছিল। 

আরও পড়ুন:

উদ্দেশ্য ‘হিজরত’, গন্তব্য না জেনেই বাসা থেকে বেরিয়ে যায় ৭ তরুণ

/আরটি/ইউএস/
সম্পর্কিত
গুলশানের হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর আজ
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ১৬ বাংলাদেশি গ্রেফতার
কাশ্মীর হামলায় জড়িতদের ‘অকল্পনীয়’ শাস্তি দেওয়ার অঙ্গীকার মোদির
সর্বশেষ খবর
বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩
বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!