রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের সি ব্লকের ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহতের নাম মো. রাকিবুল হাসান (১৭)। সে স্থানীয় ডক্টর মুহম্মদ শহিদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। রাকিবুল মিরপুর-১২ নম্বর সি ব্লকে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টঙ্গীবাড়ি।

রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রেদোয়ান খান বলে, ‘রাকিবুলসহ আমরা পাঁচ বন্ধু দাঁড়িয়ে কথা বলছিলাম। সে সময় একই স্কুলের নিউ টেনের (দশম শ্রেণির) রমজান, আল আমিনসহ আট-দশ জন সেখানে সিগারেট খাচ্ছিলো। তখন আমরা বলেছিলাম, “দূরে গিয়ে সিগারেট খাও।” এ কথা বলাতে একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। সে সময় রমজান রাকিবুলকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে আহত অবস্থায় রাত সাড়ে ৮টায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে আহত রাকিবুলের চিকিৎসা চলছে।

আহতের বাবা পরিবহন শ্রমিক মো. আব্দুল্লাহ বলেন, ‘আগামীকাল (শনিবার) আমার ছেলের পরীক্ষা রয়েছে।’