প্রেমিকার কথায় কবিরাজের ‘পড়া দুধ’ খাইয়ে স্ত্রীকে হত্যা

কথিত প্রেমিকার কথা মতো এক নারী কবিরাজের কাছ থেকে ‘পড়া দুধ’ এনে খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে কথিত ওই প্রেমিকা এবং নারী কবিরাজকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁওয়ের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতাররা হলো, নিহতের স্বামী সালাম, তার কথিত প্রেমিকা শিরিন এবং কথিত নারী কবিরাজ বৃষ্টি।

তিনি বলেন, 'তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্মৃতি (১৮) নামে এক নারী মারা যান। এই ঘটনায় তার পরিবার একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করতে নেমে জানতে পারে স্মৃতিকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।'

সালাম তেজগাঁওয়ের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে। তার সঙ্গে শিরিন নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর সালাম তার মামাতো বোন স্মৃতিকে বিয়ে করে। তবে শিরিন ও সালাম একই কারখানায় কাজ করার সুবাদে তাদের মধ্যে আবারও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে শিরিন সালামকে পরামর্শ দেয়, স্মৃতিকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা বৃষ্টি নামে এক নারীর কাছে যায়। ওই নারী জ্বীন নিয়ন্ত্রণ করে বলে ওই এলাকায় কথিত রয়েছে। কথিত ওই নারী কবিরাজ বৃষ্টি সালামকে পরামর্শ দেয়, স্মৃতিকে দুধ পড়া দিলে সে দূরে সরে যাবে। এরপর বৃষ্টির কাছ থেকে সালাম বোতলে করে দুধ পড়া নিয়ে আসে। সেই দুধে বিষ মিশিয়ে স্মৃতিকে খাওয়ানো হয়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুধ খেয়ে স্মৃতি অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা স্মৃতিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে ওইদিন দুপুরেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় স্মৃতির বাবা কামাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর তেজগাঁও থানা পুলিশ তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিকভাবে তাদের দোষ স্বীকার করেছে।