অন্যরকম বাজার

মুখভরা হাসি আর ব্যাগভরা বাজার নিয়ে বেরিয়ে আসছে মানুষ—দেখে কিনা ভালো লাগা জন্ম দেয়। এটাই সবাই মিলে বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজধানীর কাওরান বাজার মিডিয়া পাড়ার দুর্গা পূজা শুরু হবে হবে করছে। প্রস্তুতির অংশ হিসেবে ছিল আজ বুধবারের সুপারশপ আয়োজন।image0

‘সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে উৎসব’ আয়োজনে পূজার বাজার করতে এসেছিলেন লীলাবতী। খুব খুশি হয়ে বলছিলেন, ওনারে জানায়েন—আমরা খুশী। আয়োজক মুন্নী সাহা তাকে জিজ্ঞেস করেন—এই উনি-টা কে? কারে জানাবো? লীলাবতী বললেন, হাসিনা বেগম রে... আমাগো পরধান মন্ত্রী...image1

বাজার নিয়ে হাসিমুখে বের হয়ে ক্রেতা বলেন, এতো আনন্দ লাগে এই বাজারে। এর আগে ছিল পোশাকের বাজার। আমাদের এখানে আসতে খারাপ লাগে না, নিজেদের জায়গা মনে হয়।

আয়োজকরা জানান, বৃহস্পতিবারও (২৯ সেপ্টেম্বর) ১০ টাকায় পূজার বাজার কাওরান বাজার পূজা মাঠে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।44