৪ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস পালন করবে বাংলাদেশ

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে—‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। তবে এই দিবসটির নির্ধারিত দিন কোনও কর্মসূচি থাকছে না। বাংলাদেশ দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করবে আগামী ৪ অক্টোবর। ওইদিন বিস্তারিত কর্মসূচি পালন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আগামী ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবসের পরদিন জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হবে। সে কারণে নির্ধারিত দিন ৩০ সেপ্টেম্বর কোনও কর্মসূচি থাকছে না।

প্রসঙ্গত, লিঙ্গবৈষম্য রোধে ২০০০ সাল থেকে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। প্রতিবছর দিবসটি পালনে মহিলা ও শিশু বিষয়ক বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালন করে।