বেনজীর আহমেদকে আনুষ্ঠানিক বিদায়

অবসরে গেলেন আইজিপি বেনজীর আহমেদ। আইজিপির দায়িত্ব হস্তান্তরের পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। পরে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত গাড়ির সঙ্গে বাঁধা রশি টেনে তাকে বিদায় জানানো হয়। নতুন আইজিপি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি বাংলাদেশ পুলিশকে ‌‘জনগণের পুলিশ’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন-২০৪১’ সালের উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেন।

এর আগে ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন বলে জানানো হয়।

জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে চাকরি থেকে অবসর দেওয়া হলো।

এতে বলা হয়েছে, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন বেনজীর আহমেদ। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল আইজিপি হিসেবে দায়িত্ব নেন। বিভিন্ন পর্যায়ে ৩৪ বছর ৭ মাস দায়িত্ব পালন করেছেন তিনি।