কদমতলীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা

কদমতলীর থানাধীন শনির আখড়া পলাশপুরে নিজ বাসায় মায়ের সাথে অভিমানে রেদোয়ান ইসলাম আদর (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ‍দুর্ঘটনাটি ঘটে।

মৃতের বাবা মাহবুব আলম গাজীপুরে নোমান গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি ঘটনার সময় কর্মস্থলে ছিলেন উল্লেখ করে জানান, আজ বিকালে ছেলে আদর তার মা জাহানারা বেগমকে বলেছিল, সে বরিশালে উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে যাবে। তার মা বলেছিল, তোমার দুই তারিখে ডাক্তার দেখানোর কথা রয়েছে। ছেলে আদরের স্কিনের সমস্যা।

এ নিয়ে ‘মান-অভিমান করে’ মায়ের সঙ্গে আদর কথা বলছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ধ্যায় রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অনেক ডাকাডাকি পর তার কোনও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

বর্তমান পলাশপুর নিচ ফ্লাটে পরিবারের সঙ্গে থাকতো তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলা। এক ভাই এক বোনের মধ্যে আদর ছিল ছোট।