‘৪৯ একর জমি দখল হয়ে গেলো, ওয়াসা দেখলো না কেন’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কল্যাণপুরের ৫২ একর জমিতে সুন্দর পরিকল্পনা করা হয়েছে। সেখানে গিয়ে দেখি তিন একর জমি আছে আর ৪৯ একর দখল হয়েছে গেছে, তাহলে ওয়াসা করলো কী? দেখলো না কেন?

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশোধিত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘ড্যাপ বিতর্ক’ শীর্ষক গোলটেবিলে এই প্রশ্ন তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১ অক্টোবর) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি সরাসরি সম্প্রচার হয় একাত্তর টেলিভিশনে।

মেয়র আতিক বলেন, আমি ছোট্ট একটা উদাহরণ দেই এই প্যারিস মাঠ। ওই এলাকায় ৩ লাখ লোকের বাস। তিন নম্বর ওয়ার্ড তিন লাখ লোকের বাস একটিও খেলার মাঠ নেই। যারা পরিকল্পনা করেছিল তাদের প্ল্যানে খেলার মাঠ ছিল না? নাকি প্ল্যানে ছিল দখল হয়ে যাচ্ছে? প্ল্যানে থেকে যদি দখল হয়ে যায় তাহলে বলার কিছু নেই। কেন দখল হলো? যাদের দায়িত্ব ছিল তারা কী করলেন? রামচন্দ্রপুর খাল দখল, বসিলা খাল দখল। বসিলা খাল দখলমুক্ত করতে তিন দিন লেগেছে। রামচন্দ্রপুর খাল দখলমুক্ত করে এখন সেখানে নৌকা চলছে।

তিনি বলেন, প্যারিস মাঠে কেন ৩২টি প্লট দিলেন? ড্যাপেও উন্মুক্ত পরিসর দেখানো হয়ছে। একজন সাংবাদিক যখন তাদের (রাজউক) জিজ্ঞাসা করলো ৩২টি প্লট কেন দিলেন? তখন তারা ওই সাংবাদিককে বলে দিলেন, ড্যাপ তো বাইবেল না, ওটা কারেকশন করে ৩২টি প্লট দেখিয়ে দেবো। রাস্তা না রেখে ভবন কিন্তু হয়ে গেছে। এখন সব ভার নগর সেবকের ওপর।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে অংশ নেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের নগর পরিকল্পনাবিদ ও ড্যাপ প্রকল্পের পরিচালক মো. আশরাফুল ইসলাম, স্থপতি গোলাম নাসির, স্থপতি মোবাশ্বের হোসেন, নগরবিদ আদিলুর রহমান খান, স্থপতি ইকবাল হাবিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহ-সভাপতি সোহেল রানা।