বিএনপির ১৪ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ধানমন্ডি থানা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তাদের আবেদনের ওপর শুনানি শেষে সোমবার (৩ অক্টোবর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগে বিএনপি আয়োজিত সমাবেশের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় গত ২৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। সেই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আসেন বিএনপির নেতা-কর্মীরা।