মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় ডিএনসিসি

আন্তদ্বীপ সংযোগ, গ্রিন টুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয়ে মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা   বিনিময় করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকায় মালদ্বীপ হাই কমিশনে দেশটির পর্যটন শিল্পের ৫০ বছরপূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনীর অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা  মো. সেলিম রেজা সংস্থার এ আগ্রহের কথা জানান।

ডিএনসিসি মেয়র  আতিকুল ইসলামের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রদর্শনীতে অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং মেয়রের একান্ত সচিব শাহ্‌ মোজাহিদ উদ্দিন।

শুরুতে মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামির ডিএনসিসির প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হাই কমিশনারের সঙ্গে আলাপকালে ডিএনসিসির সিইও সেলিম রেজা বলেন, ‘ভারত মহাসাগরের বুকে প্রায় ১২০০ দ্বীপ নিয়ে মালার মতো ছড়িয়ে থাকা একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। রৌদ্রোজ্জ্বল দিন, নীলাভ-সবুজ জলরাশি, সাদা বালুকাময় সমুদ্রসৈকত ও উন্নত মানের পর্যটনের কারণে মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে একটি আর্কষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।’

মালদ্বীপের সঙ্গে পর্যটন খাত নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।