ঢাকায় তাপমাত্রা ও বায়ুদূষণের তথ্য নিয়মিতভাবে সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (৫ মে) ডিএনসিসি, ক্যাপস, সিটিএফ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক গবেষণা উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গবেষণায় ১২ মাস ধরে ঢাকা উত্তরের ৫টি এলাকায় সবুজের প্রভাব বিশ্লেষণে স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল যন্ত্র ব্যবহার করা হবে।
মোহাম্মদ এজাজ বলেন, শহর পুনর্গঠনের মাধ্যমে গাছ লাগিয়ে তাপমাত্রা কমানো প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, নতুন করে গাছ লাগাতে হলে ঋতু ও প্রকৃতির বৈচিত্র্য বুঝে কাজ করতে হবে। গবেষণার মাধ্যমে জানা দরকার, কোন গাছগুলো হারিয়ে গেছে ও কেন। শহরকে দূষণমুক্ত করতে কোন গাছ দরকার, তা চিহ্নিত করে আমাদের জানাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, অধ্যাপক মো. নাসির আহমেদ পাটোয়ারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র কর্মকর্তারা, ক্যাপসের গবেষক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মী এবং সিটিএফ সদস্যরা।