হুইল চেয়ারে থাকা প্রতিবন্ধী ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা পুলিশের

রাস্তা পার হতে পারছিলেন না হুইল চেয়ারে থাকা একজন প্রতিবন্ধী ব্যক্তি। পরে তাকে রাস্তা পার করিয়ে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম ট্রাফিক জোনের সদস্যরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দায়িত্ব পালনের এক পর্যায়ে দেখতে পাই মাজার রোডের এসপি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষমান অবস্থায় ছিলেন হুইল চেয়ারে থাকা একজন প্রতিবন্ধী ব্যক্তি। কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি। পরে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মঞ্জুর তার দিকে এগিয়ে যান এবং সেই ব্যক্তি রাস্তা পার হতে না পারার বিষয়টি কনস্টেবলকে জানান। এ কথা শুনে কনস্টেবল মঞ্জুর তাকে রাস্তা পারাপারে সহায়তা করেন।

ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকার ফলে প্রতিনিয়ত নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আমাদের। আমরাও দায়িত্বের মধ্যে থেকে জনসাধারণের এবং সবার জন্য নিরাপদ সড়কের ব্যবস্থাপনা ঠিক রাখতে কাজ করে যাচ্ছি।