বার কাউন্সিলের পরীক্ষা নিয়ে পরিকল্পনা জানালেন অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। পদাধিকারবলে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে নতুন করে আইনজীবী অন্তর্ভুক্তিতে থাকা দীর্ঘদিনের পরীক্ষা জটের নিরসন করেছেন তিনি। একইসঙ্গে পেশাদারী আইনজীবীদের মানোন্নয়নসহ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে বারের নির্বাচিত সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে এমন উদ্যোগের কারণে তিনি নবীন-প্রবীণ আইনজীবীদের মাঝেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক আলোচনা নিয়ে বাংলা ট্রিবিউনের মুখোমুখি হয়েছেন তিনি। 

বাংলা ট্রিবিউন: বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের দক্ষতা ও মানোন্নয়নে কোনও পরিকল্পনা আছে কী?

এএম আমিন উদ্দিন: অবশ্যই রয়েছে। তবে এ বিষয়ে বারের নির্ধারিত কমিটিগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনগুলোরও এ বিষয়ে এগিয়ে আসা প্রয়োজন। আমি নিজেও আইনজীবীদের বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে কয়েকটি সংস্থার সঙ্গে আলাপ করেছি। আশা করছি আমরা পেশার মান উন্নয়নে বেশ কিছু কর্মশালা আয়োজন করতে পারবো।

বাংলা ট্রিবিউন: বিগত ব্যাচগুলোর সনদ প্রদান অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কী ভাবছেন?

এএম আমিন উদ্দিন: চলতি বছরের শেষ দিকে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে এ বিষয়ে আলাপ করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলা ট্রিবিউন: চলতি বছরের সর্বশেষ অনুষ্ঠিত এনরোলমেন্টের লিখিত পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে?

এএম আমিন উদ্দিন: আমরা প্রধান পরীক্ষককে খাতা দেখতে একমাস সময় দিয়েছি। এরপর খাতা দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষকের কাছে যাবে। সব মিলিয়ে দুই মাসের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

বাংলা ট্রিবিউন: আইনজীবী অন্তর্ভুক্তির এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপ আবার কবে থেকে শুরু হতে পারে?

এএম আমিন উদ্দিন: আশা করছি, চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করতে পারবো।

বাংলা ট্রিবিউন: হাইকোর্ট পারমিশন পরীক্ষা নেওয়ার নতুন পরিকল্পনা রয়েছে কিনা?

এএম আমিন উদ্দিন: চলতি বছরের ডিসেম্বর মাসে আরেকটি নতুন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলা ট্রিবিউন: আইন পেশায় যারা সনদ নিয়েও অন্য পেশায় যুক্ত রয়েছেন তাদের বিষয়ে বার কাউন্সিল কী ভাবছে?

এএম আমিন উদ্দিন: এটা খুব দুঃখজনক বিষয়। অনেকেই সনদ নিয়ে চাকরি বা ব্যবসায় যুক্ত রয়েছেন। আবার তারা বেনাভোলেন্ট ফান্ডের সুবিধাও নিচ্ছেন। এ বিষয়টি বন্ধ হওয়া প্রয়োজন। দেশের আইনজীবী সমিতিগুলোকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। যাদের নামে ওকালতনামা কেনা হচ্ছে না বা কেউ কোনও মামলায় যুক্ত হচ্ছে না- তাদের বাছাই করে বাদ দেওয়ার বিষয়ে সমিতিগুলোর কাজ করা উচিত।

বাংলা ট্রিবিউন: আপনাকে ধন্যবাদ।

এএম আমিন উদ্দিন: বাংলা ট্রিবিউনকেও ধন্যবাদ।

ছবি- নাসিরুল ইসলাম