পরীক্ষায় খারাপ করায় শাসন, অভিমানে আত্মহত্যা

যাত্রাবাড়ীর মাতুয়াইলে ক্লাস পরীক্ষায় খারাপ করেছে হাফসা আক্তার জেরিন (১৬) নামের এক মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এতে বড় বোন শাসন করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মাতুয়াইলের কাঠেরপুল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত হাফসার বড় বোন তানজিলা আক্তার বলেন, ‘হাফসা মাদ্রাসায় অঙ্ক পরীক্ষায় ফেল করেছে। সে কারণে আমি তাকে দুপুরে বলেছিলাম ভালো করে পড়ো, একটা শিক্ষক ঠিক করে নাও। পরে বিকেলে আমি বাসার বাইরে টিউশনি করতে যাই, মা বাসার বাইরে ছিলেন। পরে সন্ধ্যায় বাসায় ফিরে এসে তার রুমের দরজা বন্ধ পাই। জানালা দিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।’

তিনি বলেন, ‘পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাফসার মা শাহানা সুলতানা শিল্পী জানান, হাফসা পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার হেমায়েত উদ্দিনের মেয়ে। দুই বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

মাতুয়াইল কাঠেরপুল এলাকার নানার বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো হাফসা। তার বাবা হেমায়েত তাদের রেখে চলে যান। অন্যত্র আরেকটা বিয়ে করে সংসার করছেন। তিনি তাদের কোনও খোঁজখবর নেন না এবং ভরণপোষণও দেন না।