সারাদেশে নৌযান চলাচল বন্ধ থাকবে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমোডর মো. গোলাম সাদেক বাংলা ট্রিবিউনকে, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।’

তিনি জানিয়েছেন, আজ সকালে এ বিষয়ে একটি জরুরি সভা ডেকেছিলেন যেখানে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। এ বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়াও ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি এবং পরবর্তী করণীয় লক্ষ্যে বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। উদ্ধারকারী নৌযানগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখতে বলা হয়েছে।