রাজধানীতে ১৪ ছিনতাইকারী গ্রেফতার 

রাজধানীর দারুসসালাম ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে ‘আলপিন’ ও ‘আল-আমিন’ নামে দুটি গ্রুপের দুই লিডারসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার (৬ নভেম্বর) বিকালে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৭ নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর স্টাফ অফিসার (মিডিয়া) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো- আরেফিন ওরফে আলপিন (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমির ফয়সাল (১৮), আল আমিন মৃধা (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।

এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু, দুইটি ছুরি, দুইটি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সিম কার্ড ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মাজহারুল ইসলাম জানান, রাজধানীর দারুস সালাম ও শাহ আলী থানাধীন এলাকায় আলপিন-আল-আমিন গ্রুপের কয়েকজন ছিনতাইকারী সংঘবদ্ধভাবে বেশ কিছু দিন ধরে রাতের সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি, চাকু ও এসএস পাইপ দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। 

আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ছয় থেকে সাত জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুসসালাম ও মিরপুর থানা এলাকাসহ আশ-পাশের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করে আসছে। এছাড়া তারা ক্ষেত্র বিশেষে ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করতো। 

রাজধানীর দারুস সালাম ও শাহ আলী তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।