রেলওয়ের ফাস্ট এইড বক্সে স্যানিটারি ন্যাপকিন রাখার নির্দেশ

নারী যাত্রীদের রেল যাত্রার সময় হঠাৎ মাসিক শুরু হলে যাতে ভোগান্তিতে পড়তে না হয় এজন্য ট্রেনের ফার্স্ট এইড বক্সে স্যানিটারি ন্যাপকিন রাখার নির্দেশ দিয়েছেন রেলওয়ে পশ্চিমের মহাপরিচালক।

সোমবার (৭ অক্টোবরে) রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

প্রধান চিকিৎসা কর্মকর্তা (পশ্চিম) বাংলাদেশ রেলওয়ে রাজশাহীকে লেখা নির্দেশনায় বলা হয়েছে, ট্রেনে ভ্রমণকালীন সময়ে কোনও নারী যাত্রী আকস্মিক মেনুস্ট্রশনের জন্য যাতে অপ্রস্তুত হয়ে না পড়েন, সেজন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল ট্রেনের ফার্স্ট এইড বক্সে কমপক্ষে ২ টি স্যানিটারি ন্যাপকিন (প্যাকেটজাত) রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি জরুরি হিসেবে বিবেচনা করবেন।