রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর কাকরাইলে গ্রিন সিটি হাউজিং ভবনের সামনে থেকে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। শনিবার (১২ নভেম্বর) বিকালে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকরামুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ডিসি আকরামুল হোসেন জানান, গ্রেফতারকৃতরা হলো—আলী হোসেন ও আব্দুল বাছিত। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, কতিপয় মাদক কারবারি কাকরাইল এলাকার গ্রিন সিটি হাউজিং ভবনের সামনে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এরপর ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

রাজধানীর রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একটি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। রমনা মডেল থানার মামলা নং-১১।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার আকরামুল হোসেনের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান ও সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান অভিযান পরিচালনা করেন।