বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা উন্নত নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা উন্নত নয় মন্তব্য করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, ‘দেশের হাজার হাজার রোগী চিকিৎসার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে পাড়ি জমায়। এর একটাই কারণ আমাদের চিকিৎসাসেবা তাদের থেকে উত্তম নয়। আমি ওখানকার অনেক বড় বড় চিকিৎসকের সঙ্গে কথা বলেছি।’

শনিবার (২৬ নভেম্বর) হোমিওপ্যাথি ডাক্তারদের সংগঠন ‘হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি কর্তৃক আয়োজিত জাতীয় সম্মেলন ও আন্তর্জাতিক সম্মেলন-২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের অডিটরিয়ামে।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছবি বিশ্বাসের সভাপতিত্বে ও ডা. মো. ইউসুফ আলী অনিম ও ডা. মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম।

দেশের চিকিৎসকদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে আমরা একজন রোগীর সঙ্গে সময় দিতে চাই না। কত তাড়াতাড়ি এই রোগীকে বিদায় করে আরেকজন রোগী দেখবো, এই মানসিকতাই সবচেয়ে বড়। অনেক দেশে দেখেছি চিকিৎসকরা রোগীর সঙ্গে অনেক সময় কাটান। একজন ডাক্তার যদি রোগীর সঙ্গে কথা বলেন, তাহলে রোগী মানসিকভাবে অনেক শক্তিশালী হয়। এতে রোগী খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।’

বাংলাদেশের উন্নতিকে কিছু রাজনৈতিক দল বিকৃতভাবে প্রকাশ করছে উল্লেখ করে খসরু বলেন, ‘আমরা উন্নতির দিকে এগিয়ে চলেছি। কিন্তু আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে বিশ্বমন্দা দেখা দিয়েছে, সেটার ছোঁয়া আমাদের দেশেও লেগেছে। কিছু রাজনৈতিক দল আছে তারা এটাকে বিকৃতভাবে প্রকাশ করছে। তারা বলছে আমাদের দেশ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু আইএমএফ, বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ যে অর্থনৈতিক কাঠামোতে চলেছে, এই দেশ দেউলিয়া হবে না‌।’

এ সময় হোমিওপ্যাথি চিকিৎসাকে আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

হোপেসের দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার বড়ুয়া, ঢাবির সংস্কৃত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসীম কুমার সরকার, ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ এম রেজা-উর রহিম প্রমুখ।