বেসরকারি চাকুরের সনদ আটকে রাখার বৈধতা নিয়ে রিট

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক ভুক্তভোগী। পাশাপাশি রিটে এ-সংক্রান্ত রুল জারির আরজি জানানো হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) মো. শাহান শাহ নামের এক ব্যক্তির পক্ষে রিট করার তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

আইনজীবী জানান, রিট আবেদনটি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

রিট আবেদনে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেস কর্তৃক জমা রাখা চাকরিচ্যুত এক ব্যক্তির মূল সনদ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্বাহী সহসভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসের নির্বাহী পরিচালককে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসে চাকরি করতেন মো. শাহান শাহ। গত বছর তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি তার মূল সনদ ফেরত চেয়ে প্রতিষ্ঠানটির কাছে আবেদন করেন। কিন্তু প্রতিষ্ঠানটি তাকে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের পর সনদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

পরে একই বিষয়ে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করলেও কোনও সাড়া মেলেনি। ফলে তিনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন।