ড. আহমদ কায়কাউসকে মন্ত্রিপরিষদের ধন্যবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘ড. আহমদ কায়কাউস সুদীর্ঘ সময় প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত থেকে পেশাদারিত্ব, দক্ষতা, বিচক্ষণতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। মুখ্যসচিব হিসেবে তার কর্তব্যপরায়ণতা, সার্বক্ষণিক পরিবীক্ষণ ও তদারকি সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির দ্রুত বাস্তবায়নসহ সার্বিক কর্মকাণ্ডে উদ্ভাবনী ও গতিশীলতা সঞ্চার করেছে।’

এতে আরও বলা হয়, ‘দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মন্ত্রিসভা ড. আহমদ কায়কাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দয়িত্ব পালনের ক্ষেত্রে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে মন্ত্রিসভার ২৮ নভেম্বর তারিখের বৈঠকে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ওই ধন্যবাদ প্রস্তাব সবার অবগতির জন্য প্রকাশ করা হলো’, বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ড. আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদানপূর্বক সুদীর্ঘ প্রায় ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করবেন।

এ ছাড়াও প্রজ্ঞপনে বলা হয়, ‘বর্ণাঢ্য কর্মজীবনের শুরুতে ড. কায়কাউস মাঠপ্রশাসন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব  পালন করেন। চাকরি জীবনে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ড. আহমদ কায়কাউস ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসাবে নিযুক্ত হন।’