X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরও ভালো কিছুর প্রত্যাশায় কবির বিন আনোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৭:২৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৪৩

আরও ভালো কোনও জায়গায় দায়িত্ব পাওয়ার আশায় রয়েছেন বিদায়ী মন্ত্রিপরিষদ বিভাগের সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বুঝেশুনেই নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে হয়তো তিনি আমাকে আরও ভালো কোনও দায়িত্ব দিতে পারেন। পরে হয়তো অন্য কোনও ভালো জায়গায়ও আমাকে আপনারা দেখতে পারেন।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদে কবির বিন আনোয়ারের স্থলে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাহবুব হোসেন দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল গত ১১ ডিসেম্বর। মাত্র ১৯ দিনের মাথায় বেসামরিক প্রশাসনে পরিবর্তন এনেছে সরকার। সরকারি চাকরির স্বাভাবিক মেয়াদ শেষে ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি মঙ্গলবারই অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।

এর আগে খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদ থেকে অবসরে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে এই দায়িত্ব দেওয়া হয়। ধারণা করা হচ্ছিল, চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে আবারও এই পদে রেখে দিতে পারে সরকার। কিন্তু মঙ্গলবারই তিনি অবসরে যাচ্ছেন।

মাহবুব হোসেনকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরিজীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপ্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও কাজ করেছেন তিনি।

বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করা মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়ালেখা করেছেন। চাকরিতে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

মাহবুব হোসেনের জন্ম বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ’ আইনের খসড়া অনুমোদন
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আলোকে প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
পণ্যের অবাধ চলাচল নিশ্চিতে হচ্ছে লজিস্টিক নীতিমালা অনুমোদন
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী