বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর পুলিশ কেন্দ্রীয় কার্যালয় সাংবাদিকদের জন্য কিছু সময় উন্মুক্ত রেখেছিল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে কার্যালয়ের মূল গেটে তালা ঝুলতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভেতরে তালাবদ্ধ দুজন নিরাপত্তাকর্মী বসে আছেন। বাইরে দুই-তিন স্তরের রয়েছে পুলিশি নিরাপত্তা।

জানতে চাইলে বিএনপি কার্যালয়ের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে গেছেন। সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয় আসবেন।’

রাস্তায় পুলিশের একটি প্রিজন ভ্যান ও সাঁজোয়া যান রাখা আছে। এই রাস্তায় শুধু পুলিশের কয়েকটি গাড়ি শোডাউন করছে। ব্যস্ততম এই এলাকায় আইডি কার্ড দেখিয়ে লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে বিদেশগামী ব্যক্তিদের চলাচলে কোনও নিয়ন্ত্রণ করা হচ্ছে না।

তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে তালা দেওয়া হয়নি। তারা নিজেরাই তালা দিয়ে রেখেছে।’

আজ এই এলাকায় বিএনপির কোনও কেন্দ্রীয় নেতাকে প্রবেশ করতে দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে প্রবেশ করতে বিএনপি নেতাকর্মীদের কোনও নিষেধ নেই। আমরা অতিরিক্ত নিরাপত্তাবলয় তৈরি করেছি শুধু গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য।’