X
রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

সচিবালয়ে কর্মচারীদের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৪:২৭আপডেট : ২৫ জুন ২০২৫, ১৪:২৭

বাংলাদেশ সচিবালয়ের ক্যান্টিন পরিচালনা নিয়ে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কর্মচারী নেতাসহ দুই জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাতে এই ঘটনা ঘটে।

বুধবার (২৫ জুন) সরেজমিন দেখা যায়, এ ঘটনায় সচিবালয়ের চার নম্বর ভবনের পেছনের পদ্মা ক্যান্টিনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মচারী পরিচালিত দুটি ক্যান্টিনসহ অন্যান্য দোকানও বন্ধ রাখা হয়েছে।  

বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সচিবালয়ের মধ্যে দুটি ক্যান্টিন এবং ওএমএসের দোকান পরিচালনা করে। এই দোকান পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে কমবেশি বিরোধ চলে আসছিল।  

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের রয়েছে দুটি অংশ। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের একটি পক্ষ ক্যান্টিন দখলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সমবায় সমিতি তাদের নির্ধারিত মেয়াদ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চায়। আগের কমিটির (সমবায় সমিতি) বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় সমবায় অধিদফতর সমবায় সমিতি পরিচালনায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেয়। কিন্তু আগের কমিটি দায়িত্ব হস্তান্তর করতে দেরি করে। এই পরিস্থিতির মধ্যেই দায়িত্ব ছাড়ার আগেই কর্মচারীদের একটি পক্ষ ক্যান্টিন দখলে নিয়ে পরিচালনা শুরু করে।

কর্মচারীরা জানান, এ বিষয় নিয়ে উচ্চ আদালতে একটি রিট রয়েছে।

কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের বিষয়ে স্থগিতাদেশ দেন। সর্বশেষ মঙ্গলবার (২৪ জুন) আদালতের এই রিটের রায়কে কেন্দ্র করে সমবায়ের আগের কমিটি ও সংযুক্ত পরিষদের বাদিউল গ্রুপ মিলে নুরুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা করে বলে কর্মচারীরা জানান।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টিনের রান্নার পণ্য এসেছিল এবং ট্রাক থেকে ওএমএসের পণ্য নামানো হচ্ছিল। এ সময় বাদিউল কবীর গ্রুপের ৩০/৪০ জন রড, লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সভাপতি নুরুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন কর্মচারীরা। নুরুল ইসলামসহ দুই েজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৫ জুন) সকাল থেকে ক্যান্টিন বন্ধ রয়েছে।

 

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা
খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
সর্বশেষ খবর
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা?
সাকিবের প্ল্যাকার্ড নিয়ে কি মাঠে ঢুকতে পারবেন দর্শকরা?
মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ৩ নেতা নিহতের দাবি
মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ৩ নেতা নিহতের দাবি
‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ইউল্যাব
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ইউল্যাব
সর্বাধিক পঠিত
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’