ঢাকায় উন্মুক্ত স্থানে রোকেয়া বেদি স্থাপনের দাবি নারী সংহতির

ঢাকায় উন্মুক্ত কোনও স্থানে ‘রোকেয়া বেদি’ স্থাপনের দাবি জানিয়েছে নারীবাদী সংগঠন নারী সংহতি। শুক্রবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবসে নারী সংহতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আঙিনায় রোকেয়ার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে এই দাবি জানায় সংগঠনটি। 

এসময় নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, সাধারণ সম্পাদক পরাজিতা চন্দ, সহ-সাধারণ সম্পাদক রেবেকা নীলা, তাসলিমা তাহরিন তানজু, রেক্সোনা পারভীন, তাসলিমা জুলকারনাইন, নাসরিন আক্তার সুমি ও ইয়াসমিন গুলিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

রোকেয়া ২

দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে রোকেয়া হল থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নেন। এর আগে উপাচার্য হল প্রাঙ্গণে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।