দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কার্টুন প্রতিযোগিতা

তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার জন্য ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছে।

দুর্নীতিবিরোধী ১৭তম কার্টুন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘দুর্নীতি ও সুশাসন’। দুটি বয়স গ্রুপে ১৮০ জন কার্টুনিস্ট মোট ২৬৮টি কার্টুন জমা দেয়। এরমধ্যে ৬৮ জন নারী কার্টুনিস্ট।

গ্রুপ এ (১৩ থেকে ১৮ বছর) প্রথম হয়েছে রাফসান জানি, দ্বিতীয় হয়েছে মো. জুবায়ের ইসলাম শফি এবং তৃতীয় হয়েছে তানভির হাসান শুভ। তারা প্রত্যেকে রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র।

গ্রুপ বি-তে প্রথম হওয়া কার্টুনগ্রুপ বি (১৯-২৫) প্রথম হয়েছেন রাজন নন্দী, দ্বিতীয় আবদুল্লাহ আল জুনায়েদ এবং তৃতীয় হয়েছেন ঐশিক জাওয়াদ।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন চিন্তাও করিনি স্বাধীনতার ৫০ বছর পরে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য উৎসাহিত করতে হবে।’

তরুণ প্রজন্মকে সামাজিক আন্দোলনে অংশগ্রহণের জন্য আবেদন জানিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে, এটি আমাদের প্রত্যাশা।