বাংলাদেশের মতো হাইপ নেই কাতারে

‘বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ নিয়ে যতটুকু হাইপ (উন্মাদনা) আছে, কাতারে সেটা পাওয়া যায় না। কাতারে এসে রাস্তায় কিছু বিলবোর্ড-পোস্টার ছাড়া তেমন কোনও উন্মাদনা দেখতে পাইনি। যে স্টেডিয়ামে খেলা হচ্ছে সেখানকার ফ্যানজোনে গেলেই তবে মনে হয় বিশ্বকাপের দেশে এসেছি। মরক্কো জেতার পর কাতারে উৎসব দেখেছি। স্টেডিয়াম থেকে ফেরার পথে অন্তত ১০টি গাড়ির একটিতে মরক্কোর পতাকা নিয়ে উচ্ছ্বাস করতে দেখেছি। সেই উচ্ছ্বাস আবার শুধু মরোক্কনদের না, যারা অন্য দেশের মুসলিম আছেন তাদের।’ কথাগুলো বলছিলেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন—সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান মিশাল।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে।