আর্জেন্টিনা যখন বাংলাদেশের কথা বলে সেটা অনেক বড় প্রাপ্তি

ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান মিশাল বলেছেন, আর্জেন্টিনা ফুটবল ভক্তদের সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশকে চিনছে—এর প্রভাব অনেক বিস্তৃত। বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হতে দেখেছি। আর্জেন্টিনার গণমাধ্যম এবং জাতীয় দলের কাছেও এসব পৌঁছে গেছে। বিভিন্ন সময় ইন্টারভিউতে জাতীয় দলের কোচ বাংলাদেশের সমর্থকদের কথা বলেছেন। এগুলো মেনশন করা অনেক বড় অর্জন জাতির কাছে। আর্জেন্টিনা যখন বাংলাদেশি সমর্থকদের কথা তুলে ধরে সেটি আমাদের জন্য আনন্দের। আর্জেন্টিনা যেহেতু সেমিফাইনালে আছে, সুতরাং এটার প্রভাব অনেক বেশি বলে মনে করি।

তিনি আরও বলেন, মেসির খেলা একটি ওয়ার্ল্ড কাপ ট্রফি দিয়ে বিবেচনা করা যাবে না। তবে মেসি দলের জন্য অনেক বড় একটা অপশন। মেসি, রোনালদো অনেক কিছু দিয়েছে ফুটবলকে। ওনাদের খেলা আমরা অনুসরণ করি, বলতে গেলে এক প্রকার আদর্শ আমাদের কাছে। আমি যদিও ব্রাজিলের সমর্থক, আমি আশা করি আজকের খেলায় আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ছাড় দিবে না। আমার মনে হয়, ১-১ গোলে ড্র হয়ে পরে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন—সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।       

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে।