তারুণ্যের উন্মাদনার ফল বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার আগ্রহ

লেখক ও নির্মাতা সাদাত হোসাইন বলেছেন, এবারের বিশ্বকাপ যখন শুরু হয় ভেবেছিলাম- ঠিকমতো খবর রাখতে পারবো না। কারণ বইমেলার কাজে এসময় ব্যস্ত থাকি। শেষমেশ দেখা গেছে যে আমি সবকিছু এক পাশে রেখে খেলায় ডুবে গেছি। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকি, কারণ কয়েকবারই আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। এবারের তারুণ্যের উন্মাদনা থেকে যা প্রাপ্তি তা হচ্ছে–আর্জেন্টিনা বাংলাদেশে তাদের দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছে। এর পেছনে প্রধান কারণ বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি সমর্থন এবং অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ। উন্মাদনা নিয়ে আমরা অনেক সমালোচনা শুনেছি, কিন্তু ফুটবল সমর্থন করে যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক অন্য একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায়—তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের সমর্থকরা।

তিনি আরও বলেন, ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দেওয়ার জন্য। সেখানে ক্রিকেটের নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ল্যাটিন আমেরিকায় ক্রিকেটকে ছড়িয়ে দিতে যা যা করণীয় তা তারা করতে চায়। আমি ওই গ্রুপে দেখেছি আর্জেন্টাইন প্রোগ্রামাররা পোস্ট দিয়েছেন বাংলাদেশি প্রোগ্রামারদের খোঁজে। তারা একসঙ্গে কাজ করতে চায়। শুধু তাই নয় এর বাইরেও দেখেছি—স্থপতি যারা আছেন তারাও একসঙ্গে অনলাইনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।  

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন, সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান মিশাল, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।       

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে।