ফুটবল সমর্থকদের ৯০ শতাংশই ব্রাজিল-আর্জেন্টিনার

সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, বিশ্বকাপ এলেই দেখা যায়—আমাদের তরুণ প্রজন্ম ফুটবলকে কতটা ভালোবাসে। ফুটবলের ভালোবাসায় অন্য দেশকে, অন্য খেলোয়াড়কে ভালোবাসতে শিখছে। তারা শিখছে—একটি দেশকে কীভাবে সমর্থন করতে হয়।  তারাই বিশ্বকাপ শেষে দেখা যাবে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট আয়োজন করছে। তিনি আরও বলেন, আমাদের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমাদের সমর্থকদের ৯০ শতাংশই ব্রাজিল আর আর্জেন্টিনার।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন— সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক  রানা আদনান মিশাল, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে।