আমাদের সময়ে ফুটবল উন্মাদনা অন্যমাত্রায় ছিল

সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, আমাদের সময়ে বিশ্বকাপের হাইপ আরও জোরেশোরে হতো। সেসময় কিছু প্লেয়ার ছিল, সারাবছর হয়তো নামাজ পড়তো না কিন্তু খেলার আগে মাজারে গিয়ে সালাম করে আসতে দেখা যেতো। এরকম কিছু সাইকোলজিক্যাল বিষয় ছিল, যেমন ঘুম থেকে ওঠে দুই শালিখ না দেখলে যাত্রা শুভ হবে না। এরকম নানান ধরনের কুসংস্কার আমাদের আচ্ছন্ন করে রেখেছিল।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন, সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান মিশাল, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।       

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে।