ছবিতে বিজয় দিবসের উৎসব টিএসসি-স্বাধীনতা জাদুঘরে

বিজয়ের মাস ডিসেম্বর। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। বাঙালি জাতির জীবনে এই মাসের তাৎপর্য ও গুরুত্ব অনেক। দিনটি সম্পর্কে এ প্রজন্মের শিশুদেরও আগ্রহের ককমতি নেই। তাই তারাও নানা সাজে সেজে বিজয় দিবস উদযাপনে শামিল হয়। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় তারা উপভোগ করে বিজয়ের উন্মাদনা।

এদিকে সন্তানদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অনেক মা-বাবা তাদের কিনে দিচ্ছেন জাতীয় পতাকা। শিশুর পোশাকে থাকছে বিজয় দিবসের চিত্র আঁকা। ছবিগুলো টিএসসি এলাকা থেকে ধারণ করা হয়েছে।


১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নানা ঘটনার ছবি ও দলিল দিয়ে সাজানো হয়েছে স্বাধীনতা জাদুঘর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এ জাদুঘর। মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। পরিবার-পরিজন নিয়ে অনেকে দেখতে এসেছেন এই জাদুঘর।