রাজধানীতে ট্রেনের ধাক্কায় জীবন বিমার কর্মকর্তা নিহত

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সাইদুল আলম (৫৮) নামে জীবন বিমা করপোরেশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই )সানু মাং এ তথ্য জানান।  

সাইদুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ শিকড়ডা গ্রামের এবিএম শফিউল্লাহর ছেলে। তিনি এক ছেলের জনক ছিলেন।

শহিদুল ইসলাম নামে এক পথচারী জানান, দুই রেল লাইনের মাঝে রক্তাক্ত অবস্থা পড়ে ছিলেন সাইদুল আলম। কয়েকজনের সহযোগিতায় আমি তাকে সেখান থেকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। ধারণা করা হচ্ছে, দুই ট্রেনের কোনও একটির ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা যান।

মৃতের স্ত্রী আবিদা সুলতানা রিতা জানান, তার স্বামী শহিদুল জীবন বীমা করপোরেশনে জুনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তারা দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম তেগুরিয়ায় থাকতেন। মঙ্গলবার সকালে শহিদুল খিলগাঁও গিয়েছিলেন একটি কাজে। পরে ট্রেন দুর্ঘটনায় তার আহত হওয়ার সংবাদ পান। জানতে পারেন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন। সেখানে গিয়ে মরদেহ দেখতে পান।

এএসআই সানু মাং বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’