আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ভাইবা (মৌখিক) পরীক্ষার দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

মঙ্গলবার (৩ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধীকারবলে) এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হাইকোর্ট পারমিশনের পরীক্ষা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপে নৈবর্ত্তিক উত্তীর্ণদের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করেন ৫৩১৫ জন পরীক্ষার্থী।

এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ৩১৫জন।

প্রসঙ্গত, আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। কোনও পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।