বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল না দেওয়ায় পেন বাংলাদেশের নিন্দা

আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ায় নিন্দা জানিয়েছে লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদমাধ্যমের তথ্য থেকে পেন বাংলাদেশ অবহিত হয়েছে যে আদর্শ প্রকাশনীর প্রকাশিত কিছু বই বাংলা একাডেমির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য থাকায় বাংলা একাডেমি ওই প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়নি।

পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেন বাংলাদেশ বিশ্বাস করে প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ভিন্নমতের বই একটি প্রকাশক প্রকাশ করতে পারে। তাই বলে বইমেলায় তাদের স্টল বরাদ্দ না দেওয়া মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে। লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাতে বাংলা একাডেমি এবং সরকারের প্রতি আহ্বান জানায় পেন বাংলাদেশ।

আরও পড়ুন- বাংলা একাডেমিতে স্টল না পেলে উচ্চ আদালতে যাবে আদর্শ প্রকাশনী