পুলিশ দেখে পালানোর সময় ভুয়া চিকিৎসক গ্রেফতার

রাজধানীর আদাবর থেকে মো. শফিউল্লাহ খান নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের লালবাগ গোয়েন্দা বিভাগ।

এ সময় তার কাছ থেকে ১টি প্রেসক্রিপশন প্যাড, ২টি অটো সিল, ২০টি লিফলেট, ৮টি ইনজেকশনের ব্যবহৃত খালি শিশি ও ৮টি ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ জব্দ করা হয়।

লালবাগ গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান বলেন, আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নং রোডের খান মেডিসিন কর্নারে শফিউল্লাহ চিকিৎসার নামে প্রতারণা করছে, এমন তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শফিউল্লাহর বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার।