মগবাজারে বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর রমনা থানার বড় মগবাজার এলাজার সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের ভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলা নম্বর-১৬। বিস্ফোরক আইনে করা মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী উল্লেখ করেন, ‘বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জন্ম করি। অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সাধারণ মানুষের জীবন অথবা সম্পত্তির ক্ষতিসাধন করার উদ্দেশ্যে বিস্ফোরক জাতীয় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ড্রামের অংশ, ভাঙা গ্লাস ও ফাস্ট ফার্মা লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও মনিটর জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহ হয়েছে। তাদের মধ্যে ৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরে গেছেন।

তবে বিস্ফোরণে গুরুতর আহত ভাঙারি দোকানের কর্মচারী আতিকুল ইসলাম বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।