রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল, আসকের নিন্দা

বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি (২০২৩) চট্টগ্রামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে।

জানা যায়, চট্টগ্রামের আকবরশাহ থানাধীন লেক সিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শন করতে যান বেলার একটি দল। পরে কালিরছড়া খাল ও পাহাড় কাটা পরিদর্শনের সময় কাউন্সিলরের নেতৃত্বে ১৫-২০ জন তরুণ সেখানে আসেন। তারা প্রতিনিধি দল ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তার অনুসারীরা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়েন। এর আগে তার গাড়িটি আটকে রাখা হয়ে, যা পরে পুলিশ এসে ছাড়িয়ে নেয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে আসক।