X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

রমজানে খাবারের দোকান খোলা রাখতে বাধা, আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৭:০৬আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:০৮

রমজানে দেশের বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (৫ মার্চ) সংস্থাটির চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না সই করা এক  বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়েছে।

এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা খাবারের দোকান খোলা রাখার বিষয়ে একটি গোষ্ঠী থেকে অযাচিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দোকান মালিকরা নিরাপত্তার কথা ভেবে দোকান বন্ধ রাখছেন বলেও জানা যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।

রোজা শুরুর আগেই ‘সম্মিলিত মুসলিম জনতা’ ব্যানারে রমজান মাসে দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ করা হয়। এছাড়া ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এক বিবৃতিতে ‘দিনের বেলা হোটেল, রেস্তোরা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান’। আমরা লক্ষ্য করছি, এ ধরনের মিছিল ও আহ্বানের পরপরই ঢাকাসহ দেশের অনেক জায়গায় খাবারের দোকানগুলো বন্ধ রাখা হচ্ছে।  

রমজান মাস পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখানোর মাস। সুতরাং খাবারের দোকান বন্ধ রাখা, খাবারের মতো অতি মৌলিক বিষয়ে অযাচিত হস্তক্ষেপ, জোর করে খাবারের দোকান বন্ধ রাখার আহ্বান অথবা অনুরোধ কোনটাই কাম্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমাদের মনে রাখতে হবে, নারী, শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ও দিনমজুর এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য খাবারের দোকান বন্ধ রাখাটা অনেক সময় সংকট সৃষ্টি করছে। অবিবেচনাসুলভ এবং বাস্তবতাবিবর্জিত আহ্বান সমাজে শুধু বিভেদই সৃষ্টি করছে না বরং মানুষের মৌলিক অধিকার হরণের চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এ ধরনের বেআইনি আহ্বান এবং কোথাও কোথাও জোর করে খাবারের দোকান বন্ধ রাখার বিষয়ে অতি উৎসাহী ব্যক্তিদের নিবৃত্ত রাখতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সাংবাদিকদের চাকরিচ্যুতি, সংস্কৃতিকর্মীদের নামে হত্যাচেষ্টা মামলায় আসকের উদ্বেগ
বরিশাল সিটি করপোরেশনমেয়রের ফ্রি পার্ক ও অবৈধ দোকান থেকে টাকা তুলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা
নতুন নোট নেই, বিকল্প উপায়ে ঈদ সালামি
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি